লঞ্চ দুর্ঘটনার ১০ কারণ

বাংলাদেশের নৌ-দুর্ঘটনার কারণগুলো নিয়ে কাজ করছে সোসাইটি অব মাস্টার মেরিনার্স । তারা লঞ্চ দুর্ঘটনার ১০টি কারণ চিহ্নিত করেছে। এগুলো হলো—

১: ৩৪% লঞ্চ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত যাত্রী বহনের কারণে

২: ১৫% দুর্ঘটনা ঘটে মাস্টার-চালকের গাফিলতিতে

৩: ১৫% ঘটে মাস্টারবিহীন চালনার জন্য

৪: ৮% দুর্ঘটনা ঘটে চরায় আটকানো ও প্রবল স্রোতের কারণে

৫: ৭% চরে ওঠার কারণে

৬: ৭% বিরূপ আবহাওয়ার জন্য

৭: ৩ দশমিক ৫ শতাংশ নির্মাণজনিত ত্রুটির জন্য

৮: আগুন লাগা

৯: পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকা

১০:  দুটি লঞ্চে সংঘর্ষের কারণে

সোসাইটি অব মাস্টার মেরিনার্সের সভাপতি ক্যাপ্টেন এম আনাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিভিন্ন লঞ্চ দুর্ঘটনার গতি-প্রকৃতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এই কারণগুলো চিহ্নিত করা হয়।