লাল-সবুজের সাজে

মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। লাখো বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে। সেই পতাকার লাল-সবুজের সাজে দিনটি পার করেছে সব শ্রেণি-পেশা ও বয়সী মানুষ। গতকাল বিজয় দিবসে (১৬ ডিসেম্বর ২০২০) রাজধানীর বিভিন্ন এলাকায় প্রথম আলোর আলোকচিত্রীরা ছবিগুলো তুলেছেন।

১ / ১০
মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রিকার প্রদর্শনী ঘুরে দেখছেন এক নারী। আয়োজনটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছবি: সাজিদ হোসেন
২ / ১০
শিশুর কপালে জাতীয় পতাকা বেঁধে দিচ্ছেন বাবা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে
ছবি: সাইফুল ইসলাম
৩ / ১০
দিবসটি উদ্‌যাপনে খিলক্ষেত বাইক রাইডারের সাইকেল শোভাযাত্রা। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ১০
বাসাবো-নন্দীপাড়া থেকে মুক্তিযোদ্ধার সাজে ভ্যানে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন আনিস-ফিরোজ-মজিদুলেরা। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ১০
লাল-সবুজের শাড়িতে দুই নারী। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১০
শিশুরাও অভিভাবকের হাত ধরে এসেছে লাল-সবুজের সাজে। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১০
সবুজ শাড়িতে তরুণীরা। সবাই স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের শিক্ষার্থীরা। ক্রিসেন্ট লেক, চন্দ্রিমা উদ্যান, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১০
লাল-সবুজের মাস্ক ও ব্যান্ড পরে বের হয়েছেন মো. হাসান। মোহাম্মাদপুর, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১০
স্বামীকে সঙ্গে নিয়ে লাল-সবুজের পোশাকে মোটরসাইকেল শহর ঘুরছেন আফরোজা। ক্রিসেন্ট লেক এলাকা, চন্দ্রিমা উদ্যান, ঢাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ১০
দেড় বছরের শিশুসন্তান স্বর্ণাভাকে সঙ্গে নিয়ে বনানী থেকে স্বাধীনতা জাদুঘরে ঘুরতে এসেছিলেন রফিকুল ইসলাম। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ