লাল-সবুজের সাজে
মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। লাখো বীর সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে। সেই পতাকার লাল-সবুজের সাজে দিনটি পার করেছে সব শ্রেণি-পেশা ও বয়সী মানুষ। গতকাল বিজয় দিবসে (১৬ ডিসেম্বর ২০২০) রাজধানীর বিভিন্ন এলাকায় প্রথম আলোর আলোকচিত্রীরা ছবিগুলো তুলেছেন।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০