উপসর্গ
● নাক থেকে গালের দুই পাশ পর্যন্ত লাল দানা বা র্যাশ।
● ত্বকে লাল লাল গোল চাকা দেখা দেওয়া। সূর্যের আলোর প্রতি সংবেদনশীল ত্বক।
● দীর্ঘমেয়াদে গিরা ব্যথা বা ফোলা।
● মুখের তালুতে ব্যথাহীন ও দীর্ঘমেয়াদি ঘা থাকা।
● শীতের সময় হাতের আঙুলের রং বদলে যাওয়া।
● দীর্ঘমেয়াদি ক্লান্তিভাব। চোখ, মুখ কিংবা শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া।
● লালচে ও ফেনাযুক্ত প্রস্রাব হওয়া।
● রক্তশূন্যতা; রক্তে শ্বেতকণিকা কিংবা অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া।
● খিঁচুনি, হাত–পা অবশ হওয়া, মাংসপেশির দুর্বলতা।
● ফুসফুস, হৃৎপিণ্ড কিংবা পেটে পানি আসা।
ওপরে উল্লেখ করা উপসর্গ দেখা দিলে, বিশেষত নারীদের, দ্রুত একজন বাতরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। লুপাস শনাক্তের জন্য প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করাতে হবে। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে অনেক জটিলতা এড়ানো যায় এবং লুপাস নিয়েই স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।
মেডিসিন ও রিউমাটোলজি বিশেষজ্ঞ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা