শহীদদের স্মরণে লাগানো হবে ৩০ লাখ গাছ
মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মৃতি চিরসবুজ করে রাখতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ৩০ লক্ষাধিক বৃক্ষ রোপণ করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। আগামী ২৫ মার্চ ২৫টি বৃক্ষ রোপণের মধ্য দিয়ে ‘শহীদস্মৃতি বৃক্ষরোপণ’ শীর্ষক এই কর্মসূচি উদ্বোধন করা হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, ‘নতুন প্রজন্ম স্বাধীনতার সংগ্রামে শহীদদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি পরিবেশদূষণে বিপন্ন ধরিত্রীকে রক্ষার এই আন্দোলনে অংশ নেবে।’
২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে। বঙ্গভবনে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ২৫ জনের নামে ২৫টি বৃক্ষ রোপণ করা হবে।
কমিটি এই কর্মসূচিতে বিভিন্ন দেশের সরকার, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, ছাত্র, শ্রমিক, কৃষকসহ সর্বস্তরের জনগণকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।