শাহজালাল বিমানবন্দর থেকে আড়াই কেজি সোনা জব্দ, গ্রেপ্তার ১

উদ্ধারকৃত সোনার পরিমাণ ২ কেজি ৫৪৫ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা
ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২১টি সোনার বার ও ৯৮ গ্রাম সোনার অলংকার এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট থেকে মো. মানিক মিয়া নামে ওই যাত্রীকে আটক করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধারকৃত সোনার পরিমাণ ২ কেজি ৫৪৫ গ্রাম। এর বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। ওই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাত থেকে আসছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেন। বোর্ডিং ব্রিজ অতিক্রমের সময় সন্দেহভাজন মানিক মিয়াকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাঁকে গ্রিন চ্যানেলে নিয়ে ব্যাগ তল্লাশি ও স্ক্যান করে ২১টি সোনার বার ও ৯৮ গ্রাম সোনার অলংকার উদ্ধার করা হয়। মানিক মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।