শিশুদের এক ঘণ্টার জন্য হলেও বাইরে নিয়ে যান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারির কারণে দেশের স্কুলগুলো বন্ধ থাকায় শিশুরা খুব খারাপ দিন পার করছে। এটি তাদের জন্য খুব কষ্টের।'

প্রধানমন্ত্রী মা–বাবা ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান, তাঁরা যেন শিশুদের অন্তত এক ঘণ্টার জন্য হলেও বাড়ির বাইরে নিয়ে যান, যেখানে শিশুরা খেলতে পারে। শেখ হাসিনা বলেন, ‘এটি তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন।

আমাদের সবাইকে শিশুদের সুস্বাস্থ্য ও সুরক্ষা বজায় রাখতে হবে।’

বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২০’–এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আজ সোমবার গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

শেখ হাসিনা বলেছেন, দেশে যেকোনো ধরনের শিশু নির্যাতনের বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছি। যেকোনো ধরনের শিশু নির্যাতনের বিরুদ্ধে যাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যায়, আমরা সেদিকে বিশেষ মনোযোগ দিচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘সরকার চায় শিশুরা নিরাপদ ও সুরক্ষিত থাকুক, সুন্দর জীবন হোক এবং ভালো মানুষ হয়ে উঠুক। এটাই আমাদের লক্ষ্য।’

১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হামলার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোনো শিশুর মৃত্যু আমাকে সাংঘাতিকভাবে নাড়া দেয়...সেটি আমাদের দেশে ঘটুক বা বিদেশে। এ ধরনের প্রতিটি ঘটনা আমাকে কষ্ট দেয়।’

প্রধানমন্ত্রী বলেন, তিনি চান এ পৃথিবী শিশুদের জন্য একটি নির্ভরযোগ্য, বাসযোগ্য ও শান্তিপূর্ণ জায়গা হোক, যেখানে তাদের প্রত্যেকেরই উজ্জ্বল ভবিষ্যৎ হবে।

শিশুরাই জাতির ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

শেখ হাসিনা বলেন, ‘শিশুদের প্রতিভা, জ্ঞান ও বুদ্ধি বাড়ার সুযোগ আমাদের দিতে হবে। তাদের পড়াশোনা ও সুস্বাস্থ্যের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার মাধ্যমেই এটি সম্ভব। এটি শিশুদের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করবে, যা তাদের সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করবে।’

মহামারি চলাকালে যেন স্কুলের একাডেমিক কার্যক্রম চালানো যায়, সে জন্য সরকার শিক্ষার্থীদের জন্য টিভি ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে বলে জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে প্রযুক্তি ব্যবহার করছি এবং অভিভাবকদেরও যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, শিশুদের দেশের যোগ্য নাগরিক হয়েছে গড়ে তুলতে পড়াশোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক ক্রিয়াকলাপ খুব প্রয়োজন। পড়াশোনার দিকে বেশি মনোযোগ দিতে হবে। কারণ, শিক্ষা ব্যতীত কেউ দেশের জন্য অবদান রাখতে পারে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অফিসার ইনচার্জ ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ভীরা মেন্ডনকা, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনাম, শিশু একাডেমির প্রশিক্ষণার্থী রিদিতা নূর সিদ্দিকী ও নাভিদ রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।