শ্যামনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে চার দিনে জেলায় পাঁচ শিশু পুকুরে ডুবে মারা গেল।

মারা যাওয়া দুই শিশু হলো গাবুরা গ্রামের মনিরুল গাজীর ছেলে জিম (৫) ও শরিফুল গাজীর ছেলে মিম (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

ওই দুই শিশুর মামাতো ভাই আলম হোসেন বলেন, প্রচণ্ড গরমে সকালে দুই ভাই বাড়ির পাশে পুকুরে গোসলে নামে। এ সময় তারা দুজন পানিতে তলিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম।

এদিকে ১৮ মে কালীগঞ্জ উপজেলার নাটুয়ারবেড় গ্রামে পুকুরে ডুবে মোশারফ হোসেনের মেয়ে মুক্ত (৫) ও শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের আমিন হোসেন (৫) মারা যায়। ১৯ মে সকালে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে জোবায়ের হোসেন (২) বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়।