শ্রীপুরের বিদ্যালয়ে নেসলের পানির ট্যাংক স্থাপন

গাজীপুরের শ্রীপুরের মাওনা মাল্টিলেটারাল হাইস্কুলের শিক্ষার্থীরা এখন থেকে নেসলে বাংলাদেশ লিমিটেডের নির্মিত পানির ট্যাংক থেকে নিরাপদ খাবার পানি পান করতে পারবে। গত রোববার বিদ্যালয়ে পানির ট্যাংকের উদ্বোধন করেন নেসলের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক হেলিও ওয়াসিক। স্বাস্থ্যকর ও নিরাপদ জীবন নিশ্চিত করতে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের কিছু বিদ্যালয়ে নিরাপদ পানীয় জল সরবরাহের পদক্ষেপ হিসেবে নেসলে বাংলাদেশ লিমিটেড এ পানির ট্যাংক স্থাপন করল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালনা লরেন্ট থেরোল্ড বলেন, নিরাপদ পানি সবার অধিকার। শিক্ষার্থীদের এই পানি সঠিকভাবে ব্যবহার করতে হবে। এরপর হেলিও ওয়াসিক ছবি আঁকা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে নেসলে বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনের সিনিয়র ম্যানেজার মির্জা গোলাম হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।