সম্পাদক-সাংবাদিকদের বিরুদ্ধে সাংসদ রনির মামলায় আরও নিন্দা

দেশের চারটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে সাংসদ গোলাম মাওলা রনির মামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে পটুয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, মামলা-হামলা করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যায় না। তাঁরা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিদাতারা হচ্ছেন গণফোরামের জেলা সভাপতি আবদুল আজিজ ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান খান, জাসদের জেলা সভাপতি খন্দকার আবদুল হাই ও সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা, বাসদের জেলা সমন্বয়কারী জহিরুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের জেলা সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম।গত মঙ্গলবার পটুয়াখালী-৩ (গলাচিপা) আসনের আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনি ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেন। মামলায় প্রথম আলো, সমকাল, মানজমিন ও যুগান্তর পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ১১ জন সাংবাদিককে বিবাদী করা হয়েছে।