সম্রাট জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সিসিইউতে

ইসমাইল হোসেন সম্রাট
ফাইল ছবি

ইসমাইল হোসেন চৌধুরীকে (সম্রাট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে আগারগাঁওয়ের জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁকে সেখানে নেওয়া হয়।

চিকিৎসকেরা জানান, ইসমাইল হোসেন সিসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসক অধ্যাপক মহসীন হোসেনের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

হাসপাতালের পরিচালক মীর জামালউদ্দীন জানান, ইসমাইল হোসেনের আগেই ভাল্‌ভ প্রতিস্থাপন করা ছিল। তাঁর কার্ডিয়াক রিদম ডিসটারবেন্স (অনিয়মিত হৃৎস্পন্দন) আছে।

গতকাল রোববার সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরীর বিরুদ্ধে ১৯৫ কোটি টাকা পাচারের মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সম্রাট (৪৯) ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে কাকরাইলের মেসার্স হিস মুভিজে অবস্থান করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করেন। এতে আরও বলা হয়, সম্রাট তাঁর অপরাধলব্ধ আয়ের উৎস গোপন করার অভিপ্রায়ে সহযোগী মো. এনামুল হক আরমানের (৫৬) সহায়তায় অবৈধভাবে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় আনুমানিক ১৯৫ কোটি টাকা পাচার করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

গত বছর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হন সম্রাট।