সহিংসতার নিন্দা জানালেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা হয়েছেফাইল ছবি: প্রথম আলো

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনার জের ধরে বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা এবং প্রতিমা ভাঙচুরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা। এর পাশাপাশি সব ধরনের সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

আজ সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসকারী ৪৪ জন বাংলাদেশি এক বিবৃতিতে ওই প্রতিবাদ ও নিন্দা জানান।

বিবৃতিতে দাবি জানানো হয়, অবিলম্বে সাম্প্রদায়িক সহিংসতার সব ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণে সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। কমিশনের দায়িত্ব হবে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও অন্যান্য সব নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সুপারিশ চূড়ান্ত করা।

যুক্তরাষ্ট্রে বসবাসরত এই বাংলাদেশিদের পক্ষে বিবৃতিটি পাঠিয়েছেন জিয়াউদ্দীন আহমেদ ও বিশ্বজিত সাহা। বিবৃতিতে সহিংসতা রোধে ব্যর্থতার জন্য সরকারের পাশাপাশি দেশের নাগরিক সমাজকেও দায়ী করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রতিটি হিন্দু পরিবার দুর্গাপূজার অপেক্ষায় সারা বছর পথ চেয়ে থাকে। শুধু পূজার উৎসবে অংশ নিতে অনেক প্রবাসী হিন্দু পরিবার বাংলাদেশে বেড়াতে যায়। এবারও তারা গেছে। কিন্তু উৎসবের বদলে তাদের মুখোমুখি হতে হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার।

সহিংসতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা অস্বীকার করার উপায় নেই উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে আমরা আগেও সহিংসতার পরপর সরকারকে কঠোর ভাষায় শাস্তির প্রতিশ্রুতি দিতে দেখেছি। কিন্তু প্রকৃত অপরাধী কখনো খুঁজে বের করা হয় না। কেউ যথাযথ শাস্তিও পায় না। আমাদের দাবি, এর অবসান হোক। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সব অপরাধীর যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক।’

বিবৃতিতে স্বাক্ষর করেন ড. হায়দার আলী খান, আবদুন নূর, বদিউজ্জামান আলমগীর, নূরুন নবী, জিনাত নবী, হাসান ফেরদৌস, রানু ফেরদৌস, নজরুল ইসলাম, জাফর বিল্লাহ, সৈয়দ আশরাফ আহমদ, আবদুল্লাহ জাহিদ, ফাহিম রেজা নূর, গোলাম সারোয়ার হারুন, খালেকুজ্জামান মতিন, রিয়াজ চৌধুরী, জেবিন চৌধুরী, জিয়াউদ্দিন আহমদ, ফাতেমা আহমদ, আবুল কালাম আযাদ, সামিরা সায়ীদ, শহীদুল্লাহ, শাহিদা আফরোজ, মোয়াজ্জেম হোসেন, রুবি হোসেন, কৌশিক আহমেদ, আহমাদ মাযহার, নিনি ওয়াহেদ, জামাল উদিন হোসেন, সেমন্তী ওয়াহেদ, বিশ্বজিত সাহা, ফকির ইলিয়াস, ফারহানা ইলিয়াস, শামস আল মোমিন, মালেকা আহমেদ, মীর হাকিম, চৌধুরী হাফিজ আহসান, সেলিনা পারভীন, সালাউদ্দিন, রাজিয়া আহমেদ, গুলশান আরা কাজী, কাজী বেলাল, এসমেত হাকিম, আশিক আনসার, নুরুন্নেসা বেগম, জিয়াউর রহমান, মাসুদুল হাসান, ইশরাত জাহান, ড. মোহাম্মদ, সাবিনা শারমিন, শাহানা বেগম, মিনহাজ আহমেদ, শামীম আহমেদ, কবীর কিরণ, রাশা আহমেদ, ইবরুল চৌধুরী, ফারহানা আফরোজ, আবুল কালাম আযাদ ও মোহাম্মদ আলম।