সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে সরকার ভূমিকা রাখবে

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের ও নির্যাতন বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে অবহিত করা হলে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলাসংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের সভায় তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখবে।সাংসদ তারানা হালিমের প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার সংসদে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা বলেন। সাংসদ তারানা হালিম বলেন, ব্যক্তিবিশেষের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর সাংবাদিক নির্যাতন ও তাঁদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের ঘটনা ঘটছে। এ ব্যাপারে ভূমিকা রাখার জন্য তিনি তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খুলনা টেলিভিশনকে পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে রূপান্তরের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে। তিনি জানান, দেশের শতকরা ৯৫ ভাগ এলাকার ৯৫ ভাগ মানুষ বিটিভি দেখার সুবিধা পাচ্ছে। মন্ত্রী সংসদকে জানান, দেশে বর্তমানে সিনেমা হলের সংখ্যা ৭৪২টি। গত বছর এ খাতে সরকারের রাজস্ব আয় সাত কোটি টাকা। দেশের চলচ্চিত্র শিল্পের হারানো গৌরব অর্জনের জন্য ফিল্ম ইনস্টিটিউট করার চিন্তা সরকারের আছে। সাংসদ সাধনচন্দ্র মজুমদারের প্রশ্নের উত্তরে বিদ্যুত্ প্রতিমন্ত্রী মো. এনামুল হক গতকাল সংসদকে জানান, চলতি অর্থবছরে দুই হাজার ২৮০ কিলোমিটার বিদ্যুত্ লাইন স্থাপন করা হবে।