সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিনের জামিন মঞ্জুর

গত বছরের ৪ অক্টোবর মধ্যরাতে নুসরাত শাহরিনকে আটক করে র‌্যাব
ফাইল ছবি

পৃথক দুই মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন জামিন পেয়েছেন। আজ সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

এর আগে গত বছরের ৪ অক্টোবর মধ্যরাতে রাজধানীর উত্তরা এলাকার বাসায় অভিযান চালিয়ে নুসরাত শাহরিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করা হয়।

এই দুই মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন শাহরিন। আদালতে জামিন আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী জেড আই খান পান্না এবং এ এম জামিউল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

পরে আইনজীবী জামিউল হক প্রথম আলোকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শাহরিনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল দেন। রুলের শুনানি শেষে হাইকোর্ট এ মামলায় তাঁকে জামিন দিয়েছেন।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়ও জামিন দিয়েছেন। ফলে শাহরিনের কারামুক্তিতে বাধা নেই।