সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল খারিজ

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল রোবাবার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।জানা যায়, এর আগে ২০০৮ সালের ১০ জুলাই দুর্নীতি দমন কমিশন ১৩ লাখ ৭৫ হাজার ২২৩ টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রমনা মডেল থানায় সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করে।