সাতলার লাল শাপলা

শাপলা বিলের রঙিন হাসিতে উজ্জ্বল সাতলা গ্রাম। বরিশালের উজিরপুর উপজেলার এই গ্রামে টলটলে পানিতে ভরা সেই বিল। বছরের একটা সময়ে কয়েক একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে লাল টুকটুকে শাপলা। সন্ধ্যা নদীর প্লাবন ভূমি এই ছোট্ট গ্রাম, যা এখন সবার কাছে ‘শাপলা গ্রাম’ হিসেবে পরিচিত। গ্রামের নিম্নাঞ্চল বর্ষার পানিতে ডুবে গেলে জুলাই থেকে শাপলা ফোটা শুরু হয় এবং নভেম্বর পর্যন্ত ফুল ফুটতে থাকে। এই সময়ে প্রতিদিন অগণিত ভ্রমণপিপাসু ও গবেষক ছুটে আসেন এই বিলের ধারে। ছবিগুলো গত শনিবার তোলা।

যত দূর চোখ যায় শুধু শাপলা আর শাপলা।
যত দূর চোখ যায় শুধু শাপলা আর শাপলা।
চোখজুড়ানো লাল শাপলার রাজ্য।
চোখজুড়ানো লাল শাপলার রাজ্য।
বিল থেকে শাপলা তুলে আঁটি বাঁধছেন একজন।
বিল থেকে শাপলা তুলে আঁটি বাঁধছেন একজন।
বিলের মাঝেই যাঁদের বাড়ি, যাতায়াতে নৌকাই তাঁদের একমাত্র বাহন।
বিলের মাঝেই যাঁদের বাড়ি, যাতায়াতে নৌকাই তাঁদের একমাত্র বাহন।
মনোমুগ্ধকর এই বিলে ছুটে আসেন নানা পেশার পর্যটক।
মনোমুগ্ধকর এই বিলে ছুটে আসেন নানা পেশার পর্যটক।
সাতলা বিলে রাশি রাশি লাল শাপলা।
সাতলা বিলে রাশি রাশি লাল শাপলা।