সালাম পিন্টুর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই ভাই
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আবদুস সালাম পিন্টুর দুই ভাই টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই দুই ভাই হচ্ছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা। সুলতান সালাউদ্দিন কয়েক মাস ধরে কারাগারে আছেন। তাঁর পক্ষে তাঁর অপর ভাই আবুল কালাম আজাদ ও দলীয় নেতা–কর্মীরা গতকাল বুধবার টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে শামছুল আলম নিজে মনোনয়নপত্র জমা দেন। বিএনপি এ দুজনকেই মনোনয়ন দিয়েছে। ২০০৮ সালের নির্বাচনে সুলতান সালাউদ্দিন এ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
প্রসঙ্গত, টাঙ্গাইল-২ আসন থেকে আবদুস সালাম পিন্টু ১৯৯১, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০০৮ সালের জানুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। গত অক্টোবরে এ মামলায় তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।