সিলেটে বন্যার্তদের অর্থসহায়তা দিল হেফাজত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার যাতু গ্রাম ও হোমা গ্রামে নগদ অর্থসহায়তা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা
ছবি: সংগৃহীত

সিলেটের বন্যাকবলিত মানুষদের মধ্যে নগদ অর্থসহায়তা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার যাতু গ্রাম ও হোমা গ্রামে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।

হেফাজতে ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় বন্যাদুর্গত মানুষদের সাহায্যার্থে সরকার ও দেশের বিত্তবানদের এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মোবারক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, দাওয়াহ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী। এ ছাড়া স্থানীয় আলেমদের মধ্যে মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়া, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আফসার মাহমুদ, মুফতি আলী আকরাম, মাওলানা খালিদ বিন সাজিদুর রহমান, মাওলানা শাহজাহান, মাওলানা নুর মোহাম্মদ, হাফেজ সাজিদ বিন সেলিম উপস্থিত ছিলেন।