সীতাকুণ্ডের ডিপো এলাকা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ সোমবার বিএম কনটেইনার ডিপো এলাকা পরিদর্শন করেনছবি: প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ সোমবার বেলা দুইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির বিএম কনটেইনার ডিপো এলাকা পরিদর্শন করেছেন।

গত শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত দুই শতাধিক। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন

ডিপো এলাকা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল থেকে চলে যান। এ নিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানেরও আজ ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।