সীতাকুণ্ডে বিস্ফোরণস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ত্রাণ প্রতিমন্ত্রী

সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছে
ছবি: জুয়েল শীল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

আরও পড়ুন
বিস্ফোরণস্থলে উদ্ধারকাজ চলছে
ফাইল ছবি

আজ সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। এরপর বেলা দুইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করবেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। এ সময় তাঁর সঙ্গে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল ইসলাম থাকবেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মন্ত্রীরা বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ভয়াবহতা, ক্ষয়ক্ষতি ও হতাহত ব্যক্তিদের খোঁজখবর নেবেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন।