সুচারুভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব: রাশিদা সুলতানা

বেগম রাশিদা সুলতানা
ছবি: সংগৃহীত

নতুন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা বলেছেন, ‘আল্লাহ আমাকে বড় একটি দায়িত্ব দিয়েছেন। আমি সুচারুভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব।’
আজ শনিবার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি প্রথম আলোকে ফোনে এ প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন

এর আগে অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপর চার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

নতুন নির্বাচন কমিশনারদের মধ্যে বেগম রাশিদা সুলতানা ২০২০ সালে রংপুরের জেলা ও দায়রা জজ হিসেবে অবসরোত্তর ছুটিতে যান। গত বছর অবসর শুরু হয়। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে হলেও সিরাজগঞ্জ শহরে বসবাস করেন। বর্তমানে তিনি খুলনায় থাকেন একমাত্র সন্তানের কাছে। তাঁর ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক।

আরও পড়ুন