সুন্দরবনে বনবিবি পূজা

খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের সুন্দরবন লাগোয়া ঢাংমারী এলাকায় ‘বনবিবির পূজা’কে কেন্দ্র করে হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন যেসব জায়গায় বনবিবির পূজা হয়, সেসবের একটি এই গ্রাম। সুন্দরবনে দক্ষিণ বাংলার আবহমান লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এটি। প্রতিবছরের মতো এবারও ১ মাঘ (১৫ জানুয়ারি) সুন্দরবনের ভেতরে আর বন লাগোয়া লোকালয়ে ঘটা করে ‘মা বনবিবি’র পূজা হয়েছে। ছবি: সাদ্দাম হোসেন।

.
.

কল্পকাহিনি বা সত্যি যা-ই হোক না কেন সুন্দরবনজীবীদের কাছে বিশ্বাসের আরেক নাম বনবিবি। সুন্দরবনের ইতিহাসের জের ধরেই বনবিবির উত্থান। এই দেবীর পূজা দিতে দলে দলে লোকালয় ছেড়ে বনের দিকে ধাবিত হচ্ছে মানুষ।

.
.

দূরদূরান্ত থেকে আসছে মানুষ। অভ্যর্থনার জন্য বানানো হয়েছে গোলপাতার গেট।

.
.

ঢাংমারী নদী পার হয়ে মানুষ যাচ্ছে সুন্দরবনে।

.
.

বনবিবি পূজার আয়োজনে ব্যস্ত পুরোহিত।

.
.

সুন্দরবন লাগোয়া গ্রামে গ্রামে তৈরি হয়েছে বনবিবি পূজামণ্ডপ।

.
.

প্রসাদের জন্য চলছে বনের ভেতর শিরনি রান্না।

.
.

বর্তমান প্রজন্মের অনেকে সুন্দরবনে এসেছে প্রথম। তাই মুহূর্তটি ধরে রাখতে সেলফিই। 

.
.

চলছে বনবিবির পুথিপাঠ। 

.
.

সুন্দরবনের লাগোয়া গ্রামে গ্রামে বনবিবির পূজায় চলছে পুথিপাঠ। 

.
.

বনবিবির পূজা উপলক্ষে গড়ে উঠেছে মেলা। 

.
.

পূজা শেষে শুরু হয় প্রসাদের শিরনি বিতরণ। পরের পূজার জন্য অপেক্ষা পরের বছর পর্যন্ত।