সুপ্রিম কোর্টের আজকের কার্যতালিকার মামলার শুনানি কাল

সুপ্রিম কোর্ট
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের আজ মঙ্গলবারের প্রকাশিত কার্যতালিকায় উল্লেখিত মামলাগুলো কাল বুধবার শুনানির জন্য গ্রহণ করা হবে।

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আমির হোসেনের মৃত্যুতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ আজ বন্ধ থাকবে জানিয়ে রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিচারপতি আমির হোসেন আজ সকালে ইন্তেকাল করেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, সকাল ৭টা ৫৫ মিনিটে বিচারপতি আমির হোসেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিচারপতি আমির হোসেন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ বসছেন না।

আজ সকালে আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুসের উদ্দেশে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন যে কর্মরত বিচারপতি আমির হোসেন মারা গেছেন। সুতরাং, আমরা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি যে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ কোর্ট বসবেন না। উভয় বিভাগ বসবেন না। এটি আগে প্রথা ছিল।’

একপর্যায়ে রুহুল কুদ্দুস বলেন, ‘হাইকোর্ট বিভাগের মঙ্গলবারের কার্যতালিকা বহাল রাখার বিষয়টি বিবেচনার আরজি জানাচ্ছি। কেননা, আগাম জামিন আবেদন অনেকগুলো কোর্ট শুনানির জন্য নির্ধারিত ছিল। মঙ্গলবারের কার্যতালিকাই বুধবার চলবে—এমন আদেশ থাকলে ও সবাইকে অবহিত করলে ভালো হতো।’

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, ‘ভালো কথা। বিষয়টি যদি আপনারা (আদালত) বিবেচনা করেন, তাহলে ভালো হয়।’

এ সময় বেঞ্চের একজন বিচারপতি বলেন, ‘ভালো কথা বলেছেন। এটি হলে মানুষের হয়রানি হবে না।’

এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘স্পেশাল অফিসার, আপনি বলবেন যে আজকের (মঙ্গলবার) কার্যতালিকাই আগামীকাল (বুধবার) চলবে। আপিল বিভাগসহ হাইকোর্টের বেঞ্চের কার্যতালিকা একই থাকবে।’

পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।