সুপ্রিম কোর্টের মামলার তথ্য অ্যাপসে
আগে যে কেউ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ঢুকে দৈনন্দিন কার্যতালিকা দেখতে পেতেন। আর এখন থেকে অ্যাপসের মাধ্যমে সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্যতালিকার সব তথ্য জানতে পারবেন আইনজীবী, বিচারপ্রার্থীসহ যে কোনো মানুষ।
সুপ্রিম কোর্ট প্রশাসন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ-কজ লিস্ট’ নামের অ্যাপসটি চালু করেছে। এখন যে কেউ গুগল প্লে-স্টোর থেকে চমৎকার এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিচারপ্রার্থী মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধান বিচারপতি নির্দেশে আজ মঙ্গলবার থেকে ‘সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ-কজ লিস্ট’ নামের অ্যাপসটি চালু হয়েছে। এখন প্রত্যন্ত অঞ্চলের যে কোনো মানুষ খুব সহজে তাঁর মামলার তথ্য এই অ্যাপস ব্যবহার করে জানতে পারবেন। কবে মামলার শুনানির তারিখ ঠিক হয়েছে, মামলার ফলাফল কী ইত্যাদি সকল তথ্য জানতে পারবেন।’
সুপ্রিম কোর্টের কার্যতালিকার সকল তথ্য অ্যাপসের মাধ্যমে মানুষের দোরগোড়ায় আনার এই উদ্যোগকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সময়ের পরিক্রমায় সুপ্রিম কোর্টের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এখন তথ্য পাওয়ার জনপ্রিয় মাধ্যম হলো অ্যাপস। খুব সহজে মানুষ অ্যাপস ব্যবহার করে তথ্য পাচ্ছে। আর সুপ্রিম কোর্টের এই অ্যাপস ব্যবহার করে সাধারণ মানুষসহ সবাই বিচার সম্পর্কিত নানা তথ্য পাবেন।’
তবে কবে নাগাদ নিম্ন আদালতের মামলার দৈনন্দিন কার্যতালিকার তথ্য অ্যাপসের মাধ্যমে পাওয়া যাবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান। তবে তিনি জানান, অ্যাপসের মাধ্যমেও নিম্ন আদালতের মামলার কার্যতালিকা তথ্য মানুষ যাতে পান, সে ব্যাপারে কাজ চলছে।
সুপ্রিম কোর্টের অ্যাপস
গুগল প্লে স্টোরে গিয়ে সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ-কজ লিস্ট নামে সার্স দিলে অ্যাপসটি চলে আসবে। এরপর ডাউনলোড করতে হবে। মোবাইল ফোনে অ্যাপসটি ডাউনলোড করার পর তা ওপেন করলে প্রথমে লেখা আছে, ‘কজ লিস্ট। সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ।’ এর ঠিক নিচে ‘ইন্টার’ নামে একটি বাটন রয়েছে। ইন্টারে ক্লিক করার পর তিনটি বাটন আসবে। প্রথম বাটনটি হলো, ‘অ্যাপিলেট ডিভিশন।’ দ্বিতীয়টি বাটনটি হাইকোর্ট ডিভিশন। আর তৃতীয় বাটনটি হলো, অ্যাডভান্সড সার্স।