স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ
করোনাসংক্রান্ত স্বাস্থ্যবিধি যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের শেষ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অমিক্রনের লাগাম টেনে ধরতে ১১ দফা বিধিনিষেধ দেওয়া হয়েছে। এগুলো যাতে বাস্তবায়িত হয়, সে জন্য ডিসিদের বলা হয়েছে। কারণ, বাস্তবায়নের মূল হাতিয়ার হলেন ডিসিরা।
জাহিদ মালেক বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। এখন সংক্রমণের হার প্রায় ২৫ শতাংশ। গতকাল বুধবার সাড়ে ৯ হাজার আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ জন। এতে আতঙ্কিত না হলেও এটি আশঙ্কা ও চিন্তার কারণ। এ জন্য ডিসিরা গতবার যেভাবে সহযোগিতা করেছেন, এবারও তাঁদের কাছে সেই সহযোগিতা চাওয়া হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে নিয়ে কাজ করতে ডিসিদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এতে কাজ আরও ভালো হবে, সফল হবে।
করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
মাত্র ৯ দিনের ব্যবধানে দেশে দৈনিক করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ থেকে সাড়ে ৯ হাজারে পৌঁছেছে। প্রায় দুই বছর ধরে চলা করোনা মহামারিতে দেশে এর আগে কম সময়ে এত দ্রুত রোগী বাড়তে দেখা যায়নি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন, দেশে করোনার তৃতীয় ঢেউ মাত্র শুরু হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়ানক হবে।
জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল প্রথম আলোকে বলেছেন, করোনার নতুন ধরন অমিক্রনের কারণে এখন দ্রুত সংক্রমণ বাড়ছে। এমন দ্রুত সংক্রমণ আগে দেখা যায়নি। হাসপাতালে যাঁরা ভর্তি হচ্ছেন, তাঁরা করোনার ডেলটা ধরনে বেশি আক্রান্ত। এর মানে হচ্ছে অমিক্রনের পাশাপাশি ডেলটা ধরনও সক্রিয়।