স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

চট্টগ্রাম নগরে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে নগরের জিইসি মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। হামলায় নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ সাতজন নেতা আহত হয়েছেন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত অন্য ব্যক্তিরা হলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রায়হান, সদস্যসচিব বেলাল হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইমন ও যুগ্ম সচিব মো. শাহনেওয়াজ।

ঘটনার শিকার নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, রেস্টুরেন্টে বসে তাঁরা সাতজন আলাপ করছিলেন। ওই সময় ১৫ থেকে ২০ জনের একটি দল এসে তাঁদের কাছে কৈফিয়ত চান, তাঁরা কেন এখানে বসে আছেন। একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্লাস দিয়ে তাঁদের মারধর করতে থাকেন। পরে তাঁরা চলে যান। বেলায়েত অভিযোগ করেন, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। তবে তাঁদের কারও নাম বলতে পারেননি তিনি।

জানতে চাইলে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত নন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, ঘটনাটি শোনার পর তাঁরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি।

তবে স্বেচ্ছাসেবক দলের নেতা বেলায়েত হোসেন জানান, তাঁরা মামলা করার জন্য থানায় যাবেন।