সড়ক দুর্ঘটনায় মার্চে ১৫৭ নারী ও শিশু নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৫৭ জনই নারী ও শিশু। ফেব্রুয়ারি মাসের চেয়ে মার্চে সড়ক দুর্ঘটনা বেড়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে মোটরসাইকেলের চালক সবচেয়ে বেশি। এ ছাড়া শিক্ষার্থী নিহতের সংখ্যা সবচেয়ে বেশি।

আজ সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। তারা ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

সংগঠনটি জানিয়েছে, এ বছরের মার্চ মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫৮৯ ও আহত ৬৪৭ জন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ৬১ ও শিশু ৯৬ জন। মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি, ২২১ জনের মৃত্যু হয়েছে। মোট নিহত ব্যক্তিদের মধ্যে ৩৭ দশমিক ৫২ শতাংশই মোটরসাইকেলের চালক। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ৪২। এরপর আছে পথচারী। দুর্ঘটনায় ২৭ দশমিক ৫০ শতাংশ পথচারী নিহত হন।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, মার্চ মাসে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপের সংখ্যা সবচেয়ে বেশি (২৮ দশমিক ৭৬ শতাংশ)। এরপর মোটরসাইকেল ২২ শতাংশ, থ্রি-হুইলার ১৬ দশমিক ১২ শতাংশ ও বাস ১৩ দশমিক ৭১ শতাংশ।

মার্চ মাসে আঞ্চলিক সড়কে দুর্ঘটনা সবচেয়ে বেশি (৩৯ দশমিক শূন্য ৮ শতাংশ)। এরপর আছে ৩৬ দশমিক ৪৬ শতাংশ জাতীয় মহাসড়কে ও গ্রামীণ সড়কে ১৪ দশমিক ৮৪ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৭টি দুর্ঘটনায় ১৪১ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম সিলেট বিভাগে ২৬টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত হন। একক জেলা হিসাবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি ৩৩টি দুর্ঘটনায় ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ জেলায়। রাজধানীতে ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় পরিচয়ের হিসাবে সবচেয়ে বেশি ৭৪ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, মার্চ মাসে প্রতিদিন গড়ে ১৯ জন নিহত হয়েছেন, যা ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে ১৩ দশমিক ৪৩ শতাংশ। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৭৮ দশমিক ৬০ শতাংশ।