সড়ক দুর্ঘটনায় ১০ পরীক্ষার্থী আহত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

 গতকাল রোববার ছিল গণিত পরীক্ষা। পরীক্ষা দিতে রাউতি ইউনিয়নের বাঁশাটি ও দাউদপুর গ্রামের ১০ শিক্ষার্থী ব্যাটারিচালিত অটোরিকশায় পুরুড়া উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। তারা বলে, সকাল নয়টার দিকে তাড়াইল-নান্দাইল সড়কের কৌলি ফিসারি এলাকার কাছে অটোরিকশাটি উল্টে যায়।

এতে আহত শিক্ষার্থীদের স্থানীয় লোকজন তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাতজন পরীক্ষাকেন্দ্রে চলে যায়। আহত ঝুমা, সজীব ও সিয়ামের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে। এরপর সিয়ামকে চিকিৎসার জন্য তার স্বজনেরা ঢাকায় নিয়ে যান।