হিউম্যান হলারের বর্ধিত ভাড়া নির্ধারণের দাবিতে বিআরটিএ কার্যালয় ঘেরাও
গ্যাসের বর্ধিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে হিউম্যান হলারের জন্য ভাড়ার নতুন হার নির্ধারণের দাবিতে গতকাল রোববার চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ঘেরাও করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের এ কর্মসূচির কারণে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম-হাটহাজারী সড়কে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের আওতাধীন প্রায় ৩০০ হিউম্যান হলার নিয়ে চালক ও মালিকেরা গতকাল সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত হাটহাজারীর নতুনপাড়া এলাকায় অবস্থান নেন। তাঁরা ভাড়ার নতুন তালিকা তৈরি করার দাবি জানান।
ঘেরাও কর্মসূচি চলাকালে বেশির ভাগ হিউম্যান হলার রাস্তার পাশে পার্কিং করা ছিল। এ কারণে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।
মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, গ্যাসের দাম বাড়ানোর পর সরকার বাস ও অটোরিকশার ভাড়া বাড়িয়েছে, কিন্তু হিউম্যান হলারের ভাড়া বাড়ায়নি। নতুন ভাড়া নির্ধারণ করতে বিআরটিএর স্থানীয় কার্যালয় ঘেরাও করা হয়েছে।
বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের কর্মসূচি চলাকালে বিআরটিএর দায়িত্বশীল উপপরিচালক ঢাকায় ছিলেন। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয়েছে। মন্ত্রণালয় নতুন ভাড়ার তালিকা তৈরি করে দেবে বলে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন। এরপর আমরা কর্মসূচি স্থগিত করি।’
চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ সূত্র জানায়, ভাড়ার নতুন হার নির্ধারণের জন্য ৮ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ সংবাদ সম্মেলন করে। সংগঠনটির অধীনে চট্টগ্রাম মহানগরে প্রায় ৯০০ হিউম্যান হলার রয়েছে।