১০ জওয়ানের জবানবন্দি প্রত্যাহারের আবেদন, নয়জনের স্বীকারোক্তি

বিডিআর বিদ্রোহের মামলায় ল্যান্স নায়েক মোফাজ্জল হোসেনসহ ১০ জওয়ান আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাঁরা এ আবেদন করেন। এ ছাড়া আরও নয় জওয়ান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মহানগর হাকিম মুমিনুল হাসান জওয়ানদের দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদনগুলো শুনানি শেষে নথিতে রাখার আদেশ দেন। এর আগে আরও ২১ জওয়ান তাঁদের জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। গতকাল অন্য যাঁরা জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন তাঁরা হলেন—নায়েক আবদুর রাজ্জাক, সার্জেন্ট আখের, জওয়ান রায় চৌধুরী, আবদুর রহমান, হারুন মিয়া, সফিকুল ইসলাম, হাসিম, মঞ্জুর এলাহী ও রেজাউল করিম। গতকাল ল্যান্স নায়েক মনিরুজ্জামানসহ নয় জওয়ান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যরা হলেন—সিপাহি জিন্দার আলী, নুরুল ইসলাম, মো. সেলিম, আজিজার রহমান, আসাদুল ইসলাম, শফিকুল ইসলাম, সজীব আহমেদ ও হাবিলদার সোলায়মান। এ ছাড়া গতকাল ১৬ জওয়ানকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও দুই দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করা হয়। বিডিআর বিদ্রোহের মামলায় এ পর্যন্ত আসামি হিসেবে দুই হাজার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।