১৩ এপ্রিল সোনারগাঁও ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটিতে। ১৩ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে ইউনিভার্সিটির শুরু থেকে ফল-২০২০ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ ৩ হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে তিনজনকে চ্যান্সেলরস গোল্ড মেডেল ও ৬৩ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল দেওয়া হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

সমাবর্তনে আরও উপস্থিত থাকবেন সাংসদ রাশেদ খান মেনন ও নজরুল ইসলাম। এ ছাড়া থাকবেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) দিল আফরোজা বেগম প্রমুখ। সমাবর্তন অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।