‘১৮ সেকেন্ডে হচ্ছে ইমিগ্রেশন’

ই–গেটে ই-পাসপোর্টধারী একজন যাত্রীর ইমিগ্রেশন চলছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৭ জুন, ঢাকা
ছবি: প্রথম আলো

উদ্বোধনের ১১ মাস ৮ দিন পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ই-গেট। এতে  ই-পাসপোর্টধারী একজন যাত্রী ১৮ সেকেন্ডে ভেরিফিকেশন শেষে ই-গেট অতিক্রম করতে পারছেন।

গতকাল সোমবার পরীক্ষামূলকভাবে ই-গেট ব্যবহার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে বিমানবন্দরে ই-গেটের কার্যক্রম চালু করা হয়।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শাহজালাল বিমানবন্দরে আগমনী ইমিগ্রেশনে তিনটি এবং বহির্গমন ইমিগ্রেশনে ১২টি ই–গেট চালু করা হয়েছে। গতকাল সোমবার পরীক্ষামূলকভাবে কিছু যাত্রীকে ই-গেটের মাধ্যমে সফলভাবে ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। আজ যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালু করা হয়। এ সময় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মো. মনিরুল ইসলাম, ই-গেট স্থাপন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন উপস্থিত ছিলেন।

ই–গেটে ই-পাসপোর্টধারী একজন যাত্রীর ইমিগ্রেশন চলছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৭ জুন, ঢাকা
ছবি: প্রথম আলো

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ই-গেটের মাধ্যমে ই-পাসপোর্টধারী যাত্রী ১৮ সেকেন্ডে ভেরিফিকেশন শেষে ই-গেট অতিক্রম করতে পারছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই–গেট স্থাপন করা হয়েছে।

গত বছরের ৩০ জুন শাহজালাল বিমানবন্দরে ছয়টি ই-গেট উদ্বোধন করা হয়। তবে এতদিন এর কার্যক্রম বন্ধ ছিল। শাহজালাল বিমানবন্দরে এত দিন সনাতন (ম্যানুয়াল) পদ্ধতিতে পাসপোর্টের তথ্য যাচাই করতে হতো ইমিগ্রেশন পুলিশকে। অল্প সময়ের ব্যবধানে একাধিক আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট সূচি থাকলে ইমিগ্রেশন কার্যক্রমে চাপ পড়ে। এসব ঝক্কি এড়াতে ই-গেট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। শাহজালালে বর্তমানে প্রতিদিন প্রায় ২১ হাজার যাত্রী আসা–যাওয়া করেন।

২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করা হয়। পাসপোর্ট অধিদপ্তর জানায়, গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন প্রায় ৩৩ লাখ মানুষ। এর মধ্যে ২৬ লাখ ২২ হাজার ৩০০ জন ই-পাসপোর্ট পেয়েছেন।

ই–গেটে ই-পাসপোর্টধারী একজন যাত্রীর ইমিগ্রেশন চলছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৭ জুন, ঢাকা
ছবি: প্রথম আলো

যা আছে ই-গেটে

বিমানবন্দর ও স্থলবন্দরগুলোয় ইমিগ্রেশনের সময় ই-পাসপোর্টধারী যাত্রীদের মুহূর্তেই শনাক্ত করবে ই-গেট। ই-পাসপোর্টের চিপ ও অ্যানটেনায় ব্যক্তির ছবি, আঙুলের ছাপসহ বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। ই-গেটে পাসপোর্ট স্ক্যান করার পর স্বয়ংক্রিয়ভাবে ফটক খুলে যাবে। এরপর ক্যামেরা যাত্রীকে শনাক্ত করবে। ই–গেটের অন্যান্য সেবার মধ্যে আছে ই-ভিসা শনাক্তকরণ।