বাংলাদেশে ২০৩০ সাল নাগাদ দারিদ্র্য শূন্যের কোঠায় নেমে আসতে পারে। যুক্তরাজ্য সরকার ও ইউএসএআইডি পরিচালিত এক সমীক্ষায় এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ‘বড় কোনো সংকট সৃষ্টি না হলে এবং ২০০০ সালের পর থেকে অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশে ২০৩০ সাল নাগাদ চরম দারিদ্র্যের সংখ্যা কমে ২ দশমিক ৪ শতাংশে দাঁড়াতে পারে। বাসস