২ মার্চ জাতীয় ভোটার দিবস

প্রতিবছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এর আগে ২ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত কম্পিউটার ডেটাবেইসে থাকা বিদ্যমান সব ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এই বিধান রেখে ভোটার তালিকা (সংশোধন) আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকে আইনের এই খসড়া অনুমোদন দেওয়া হয়।

বর্তমান আইনে কম্পিউটার ডেটাবেইসে থাকা ভোটার তালিকা প্রতিবছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে হালনাগাদ করার বিধান রয়েছে।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বর্তমান আইন অনুযায়ী যে সময়ে হালনাগাদ করার সময় আছে, সেটা অনেক কম। এ জন্য এই সময়সীমাটা বৃদ্ধি করা প্রয়োজন। এ ছাড়া আজকের সভায় জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতিমালার খসড়াও অনুমোদন দেওয়া হয়।

এর বাইরে মন্ত্রিসভার বৈঠকে ১ মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করা হয়।