'আনন্দলোকে মঙ্গলালোকে'

সারা দেশে আনন্দ–উদ্দীপনার মধ্য বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নববর্ষ। জাতি–ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রাণের টানে বর্ষবরণের এই মহা উৎসবে মেতেছে। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজন এই দিনটিকে ঘিরে। দেশের সবখানেই বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা ছাড়াও আছে গান, নৃত্য, নাটক, মেলা, যাত্রাপালা। দিনটি আনন্দ–উচ্ছ্বাসের মধ্যেই কাটাবে বাঙালি। বড়দের চেয়ে ছোটদের উচ্ছ্বাসই বেশি। পয়লা বৈশাখের কিছু ছবি তুলে ধরা হলো।

জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়া শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় রং আর রং। নওয়াববাড়ি সড়ক, বগুড়া, ১৪ এপ্রিল। ছবি: সোয়েল রানা
জেলা প্রশাসনের উদ্যোগে বগুড়া শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় রং আর রং। নওয়াববাড়ি সড়ক, বগুড়া, ১৪ এপ্রিল। ছবি: সোয়েল রানা
বাংলা নববর্ষের প্রথম দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পথে লাঠিখেলা দেখাচ্ছেন একদল লাঠিয়াল। কেডিএ অ্যাভিনিউ, খুলনা, ১৪ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
বাংলা নববর্ষের প্রথম দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পথে লাঠিখেলা দেখাচ্ছেন একদল লাঠিয়াল। কেডিএ অ্যাভিনিউ, খুলনা, ১৪ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
রাজশাহী শহরে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় নগরবাসী। আবহমান বাংলার রূপ তুলে ধরেছে শিশুরা। জি‌রোপ‌য়েন্ট এলাকা, রাজশাহী, ১৪ এপ্রিল। ছ‌বি: শহীদুল ইসলাম
রাজশাহী শহরে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় নগরবাসী। আবহমান বাংলার রূপ তুলে ধরেছে শিশুরা। জি‌রোপ‌য়েন্ট এলাকা, রাজশাহী, ১৪ এপ্রিল। ছ‌বি: শহীদুল ইসলাম
রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রায় সাধারণ মানুষের ঢল নামে। বাঙালির বিয়ের আয়োজনকে ফুটিয়ে তুলেছে শিশুরা। কাচারিবাজার, রংপুর, ১৪ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রায় সাধারণ মানুষের ঢল নামে। বাঙালির বিয়ের আয়োজনকে ফুটিয়ে তুলেছে শিশুরা। কাচারিবাজার, রংপুর, ১৪ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ হচ্ছে ‘শাহজাহান’ যাত্রাপালা। পৌর পার্ক, যশোর, ১৪ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ হচ্ছে ‘শাহজাহান’ যাত্রাপালা। পৌর পার্ক, যশোর, ১৪ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
পয়লা বৈশাখে চাঁদপুরে বের হওয়া শোভাযাত্রায় মোহনবাশী শিল্পগোষ্ঠির শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধা সড়ক, চাঁদপুর সদর, ১৪ এপ্রিল। ছবি: আলম পলাশ
পয়লা বৈশাখে চাঁদপুরে বের হওয়া শোভাযাত্রায় মোহনবাশী শিল্পগোষ্ঠির শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধা সড়ক, চাঁদপুর সদর, ১৪ এপ্রিল। ছবি: আলম পলাশ
রাঙামাটির রাজবন বিহারে প্রদীপ প্রজ্বালন ও ফুল দানের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়। রাঙামাটি, ১৪ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
রাঙামাটির রাজবন বিহারে প্রদীপ প্রজ্বালন ও ফুল দানের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেওয়া হয়। রাঙামাটি, ১৪ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
বড় বড় বর্ণিল মুখোশ হাতে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
বড় বড় বর্ণিল মুখোশ হাতে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
বরিশাল নগরে উদীচী আয়োজিত মঙ্গল শোভাযাত্রা। গীর্জামহল্লা, বরিশাল, ১৪ এপ্রিল। ছবি: সাইয়ান
বরিশাল নগরে উদীচী আয়োজিত মঙ্গল শোভাযাত্রা। গীর্জামহল্লা, বরিশাল, ১৪ এপ্রিল। ছবি: সাইয়ান