'আনন্দলোকে মঙ্গলালোকে'
সারা দেশে আনন্দ–উদ্দীপনার মধ্য বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নববর্ষ। জাতি–ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রাণের টানে বর্ষবরণের এই মহা উৎসবে মেতেছে। রাজধানী সহ সারা দেশে নানা আয়োজন এই দিনটিকে ঘিরে। দেশের সবখানেই বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা ছাড়াও আছে গান, নৃত্য, নাটক, মেলা, যাত্রাপালা। দিনটি আনন্দ–উচ্ছ্বাসের মধ্যেই কাটাবে বাঙালি। বড়দের চেয়ে ছোটদের উচ্ছ্বাসই বেশি। পয়লা বৈশাখের কিছু ছবি তুলে ধরা হলো।








