বিচারের জন্য দায়রা জজ আদালতে গেল মাহমুদা হত্যা মামলা

স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার
ফাইল ছবি

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু হত্যা মামলা বিচারের জন্য ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালীম শুনানি শেষে এই আদেশ দেন।

বাবুলের আইনজীবী গোলাম মাওলা মুরাদ প্রথম আলোকে বলেন, মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ হয়েছে। সেখানে মামলার পরবর্তী তারিখ পড়বে। অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হবে। এই মামলার পলাতক দুই আসামির বিরুদ্ধে ইতিপূর্বে পরোয়ানা জারি করা হলে সেগুলো ফেরত আসে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আসামিরা হাজির হননি।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ২০২১ সালের ১২ মে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ফেনী জেলা কারাগারে আটক আছেন বাবুল। গত বছরের সেপ্টেম্বরে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বাবুলসহ সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।