বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান
‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ন রাখা জরুরি’
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেছেন, দেশের অর্ধশতাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ন রাখা জাতির জন্য জরুরি।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রাম অঞ্চল’ এই অনুষ্ঠানমালার আয়োজন করে।
আবুল মোমেন বলেন, সারা বিশ্বে সাংস্কৃতিক বৈচিত্র্য ধারণ এবং রক্ষা করার কথা বলা হয়। যত বেশি সাংস্কৃতিক বৈচিত্র্য থাকবে ততই ভালো। তাই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করেই এগিয়ে যেতে হবে।
জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গানের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বটি শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক অন্তর চাকমা।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রসঙ্গ টেনে আবুল মোমেন বলেন, চুক্তিতে অনেক শর্ত পূরণ করার কথা ছিল। কিন্তু তা হয়নি। তিনি বলেন, আজ দেশে দখলদারদের উৎপাত চলছে। নদী, বন পাহাড় দখল হয়ে যাচ্ছে। ব্যক্তিস্বার্থে ব্যবহার হচ্ছে এসব। সেভাবে যেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীরাও দখল হয়ে না যায়।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলা সভাপতি তাপস হোড়, চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সভাপতি দেলায়ার মজুমদার, কবি সাংবাদিক কামরুল হাসান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ প্রমুখ।
পরে চেরাগী পাহাড় চত্বরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পাহাড়ি নারী পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হন।