আলেমদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শায়খুল হাদিস পরিষদের
মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি না দিলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাক মহাসচিব মাহফুজুল হক। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে কারাবন্দী আলেমদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছি। সরকার যদি দাবি মেনে না নেয়, তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
আজ রোববার ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মাহফুজুল হক। শায়খুল হাদিস পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি তাফাজ্জুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান জুনাইদের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সারা দেশে আজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন তাঁরা।
শায়খুল হাদিস পরিষদের সহসভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, এ বছর যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চান, তাহলে আলেম–ওলামাদের দ্রুত মুক্তি দিন। নাহয় এ দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন পরিষদের সহসভাপতি আবুল হাসানাত জালালি, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।