সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ মার্চ, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

বিএনপির ৮০ ভাগ ‘নির্যাতিত’ নেতা-কর্মীর তালিকা চাইলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: ওবায়দুল কাদেরের ফেসবুক থেকে নেওয়া

বিএনপির মহাসচিবের একটি বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর দলের ৮০ ভাগ ‘নির্যাতিত’ নেতা-কর্মীর তালিকা হাজির করতে বলবেন। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের মধ্যে দলের পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বিস্তারিত পড়ুন...

জাহান মণির মতো এমভি আবদুল্লাহর নাবিকদের জন্য দুম্বা আনছে জলদস্যুরা

১২ মার্চ ভারত মহাসাগরে ২৩ জন বাংলাদেশি নাবিকসহ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ার দস্যুরা
ছবি: সংগৃহীত

সোমালিয়ার উপকূলে ১৮ দিন ধরে জিম্মি বাংলাদেশি জাহাজের নাবিকদের জন্য তীর থেকে দুম্বা ও ছাগল আনছে জলদস্যুরা। তাই খাবার নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না জাহাজের নাবিকেরা। তবে জাহাজে বিশুদ্ধ পানি কমে যাওয়া নিয়ে নাবিকেরা কিছুটা দুশ্চিন্তায় আছেন। জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকেরা এসব তথ্য জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

বুয়েট ক্যাম্পাসে মধ্যরাতে ছাত্রলীগের প্রবেশের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের (ডিএসডব্লিউ) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বুয়েট শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

২০১৯ সালে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে। কিন্তু গত বুধবার দিবাগত মধ্যরাতে ছাত্রলীগের শীর্ষ নেতাদের উপস্থিতিতে নেতা-কর্মীদের একটি বহর বুয়েট ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। এ ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে এর প্রতিবাদে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন বুয়েট শিক্ষার্থীরা।
বিস্তারিত পড়ুন...

কেজরিওয়াল-বিতর্কে এবার জড়াল জাতিসংঘ

অরবিন্দ কেজরিওয়াল
এএফপি ফাইল ছবি

প্রথমে জার্মানি, এরপর পরপর দুবার যুক্তরাষ্ট্র। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর ভোটের আবহে ভারতের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে পশ্চিমা দুনিয়ার সংশয় প্রকাশ করার পর এবার আসরে এল জাতিসংঘ। বৃহস্পতিবার রাতে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিকও জানান, তাঁদের আশা, ভোটের সময় অন্য দেশের মতো ভারতেও রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রত্যেকের অধিকার রক্ষিত হবে, যাতে সবাই সুষ্ঠুভাবে, মুক্ত মনে ভোট দিতে পারেন।
বিস্তারিত পড়ুন...

‘লিটনের ওপর চাপ আসে বাইরে থেকে’

চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলনে লিটন দাস
শামসুল হক

শ্রীলঙ্কা সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শূন্য মেরে তৃতীয় ওয়ানডের দল থেকে বাদ পড়ে যান লিটন দাস। নির্বাচকেরা যদিও এরপর সাদা বলের ক্রিকেটে তাঁকে আপাতত বিবেচনা করবেন না বলে ধারণা দিয়েছেন, তবু তাঁদের আশা ছিল টেস্টে অন্তত রানের দেখা পাবে তাঁর ব্যাট। আর সেটা হলে সাদা বলের আত্মবিশ্বাসটাও তিনি ফিরে পাবেন। সংস্করণ ভিন্ন হলেও লিটন মানুষ তো একজনই!
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন