পড়াশোনা শেষে ভারত থেকে ফেরা শিক্ষার্থীরা জীবন্ত সেতুর মতো: প্রণয় ভার্মা
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের যেসব শিক্ষার্থী ভারতে পড়াশোনা শেষ করে দেশে ফিরে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছেন, তাঁরা দুই দেশের মধ্যে জীবন্ত সেতুর মতো।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ওল্ড ইন্ডিয়া হাউসে ভারতে উচ্চশিক্ষা গ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন মৈত্রীর পুনর্মিলনী অনুষ্ঠানে হাইকমিশনার এ কথা বলেন। ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে মৈত্রী।
হাইকমিশনার আশা প্রকাশ করেন, ভারত–বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করতে মৈত্রী ভবিষ্যতেও কাজ করে যাবে।
২০১৭ সালের ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে মৈত্রী। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন সফল প্রাক্তনীরা। পূজা সেনগুপ্তর নির্দেশনায় নৃত্য পরিবেশন করে তুরঙ্গমী নৃত্যদল। সংগীত পরিবেশন করেন মনিরা ইসলাম গুরুপ্রিয়া।