নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি নিয়ে সংসদে বিল
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে আইন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩’ আজ সোমবার জাতীয় সংসদে তোলা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে এক সপ্তাহের সময় দিয়ে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট ২০১৪ সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) নামে বহুজাতিক ব্যাংক প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠাতা পাঁচ সদস্যদেশ এবং বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ মোট আটটি দেশ এর সদস্য। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এনডিবির সদস্যপদ লাভ করে।
দেশে ৫২টি বিদেশি দূতাবাস আছে
বর্তমানে বাংলাদেশে ৫২টি বিদেশি দূতাবাস রয়েছে। আজ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে। আরও ১১টি নতুন মিশন স্থাপনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০৪১ সাল নাগাদ ‘ভিশন-২০৪১’ বাস্তবায়নে ‘ইকোনমিক ডিপ্লোমেসি’–এর বিকল্প নেই। উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ‘অর্থনৈতিক কূটনীতি’কে বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে।