ব্যালট পেপার চুরির অভিযোগে মাহবুব উদ্দিন খোকনসহ ১০০ জনকে আসামি করে মামলা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বুধবার আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোলের একপর্যায়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন পুলিশ সদস্যরা
ছবি: শুভ্র কান্তি দাশ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ব্যালট পেপার চুরি ও ছিঁড়ে ফেলা এবং নির্বাচনসংক্রান্ত আনুষঙ্গিক জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে।

সিনিয়র আইনজীবী ও সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান বাদী হয়ে বুধবার সন্ধ্যায় এ মামলা করেন। মামলায় বিএনপিপন্থী আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কামরুল হাসান সজলসহ ১২ জন আইনজীবীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

মামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ভোটের ব্যালট পেপার চুরির অভিযোগে মামলা হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।