এনসিসি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজিবুল হায়দার চৌধুরী মারা গেছেন

মুজিবুল হায়দার চৌধুরীছবি: সংগৃহীত

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুজিবুল হায়দার চৌধুরী আজ বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুলশান আজাদ মসজিদে আজ বাদ এশা মুজিবুল হায়দার চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ফেনীর দাগনভূঞা আজিজ ফাজিলপুরে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

মুজিবুল হায়দার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনসিসি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবুল বাশার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।