২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মসজিদুল আকসা রক্ষায় ঢাকায় আলোচনা অনুষ্ঠান

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দিস মসজিদুল আকসা রক্ষায় ঢাকায় ‘নুসরতে আকসা’ (আকসার সহযোগিতায়) নামে আলোচনা অনুষ্ঠানে বক্তারাছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দিস মসজিদুল আকসা রক্ষায় ঢাকায় ‘নুসরতে আকসা’ (আকসার সহযোগিতায়) নামে একটি আলোচনা অনুষ্ঠান হয়েছে। ‘আল মারকাজুল ইসলামী’ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে দেশের কয়েকজন আলেমসহ সংখ্যালঘু সম্প্রদায়ের তিনজন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য দেন। অনুষ্ঠানে ফিলিস্তিন, আজাদ কাশ্মীর, ইয়েমেন ও পাকিস্তানের কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্ব ও ইসলামি গবেষকের ধারণ করা ভিডিও বক্তব্য প্রচার করা হয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তির দিন সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠান হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ফিলিস্তিনের ওলামা পরিষদের চেয়ারম্যান নাওয়াফ আত্‌তাকরুরী, ইয়েমেনের ইসলামি গবেষক শায়খ আবদুল্লাহ বিন আবদুল মজিদ আয-যানদানি, পাকিস্তানের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব শায়খ হানিফ জালেন্দরী, পাকিস্তানের মাওলানা আহমাদ বিন নূরী, কাজী এহসান আহমদ এবং ফিলিস্তিনের শায়খ খালেদ মিশআলের ভিডিও বক্তব্য প্রচার করা হয়। ঢাকার মোহাম্মদপুরের একটি মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে ওস্তাদ মুছা আল হাফিজ, নূরুল হুদা ফয়েজী, লেখক ও গবেষক মুহাম্মদ যাইনুল আবেদিন, শরীফ মুহাম্মদ, কাকরাইল সেন্ট মেরিজ ক্যাথেড্রাল গির্জার প্রধান পুরোহিত এলবার্ট রোজারিও, বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক এম কে রায়, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের ভিক্ষু ভদন্ত স্বরুপানন্দ ভিক্ষু বক্তব্য দেন।
অনুষ্ঠানের আয়োজক সংগঠন আল মারকাজুল ইসলামী আগামী ৭-৯ জানুয়ারি বিভিন্ন দেশের আলেম, ইসলামি গবেষক, লেখকদের নিয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন করার ঘোষণা দিয়েছে।