যুবলীগ কর্মীসহ ৮ জনকে আসামি করে মামলা

মো. হোসেন মান্নাকে ছুরিকাঘাতের এই ভিডিও ছড়িয়ে পড়েছে
ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম নগরে দিনদুপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগের এক নেতাকে খুনের মামলায় যুবলীগের এক কর্মীসহ আটজনকে আসামি করে মামলা হয়েছে। গত রোববার রাতে নিহত ব্যক্তির স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রোববার দুপুরে পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া এলাকায় মো. হোসেন মান্না নামের এক নেতাকে ছুরিকাঘাতে খুন করা হয়। তিনি সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হোসেনকে ছুরিকাঘাত করেন জসিম উদ্দিন নামের এক ব্যক্তি। আশপাশে লোকজন থাকলেও কেউ হোসেন মান্নাকে বাঁচাতে এগিয়ে আসেনি।

আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জসিম উদ্দিন স্থানীয় ওয়ার্ড যুবলীগের কর্মী। পুলিশ জানায়, জসিমের কাছে ১০ হাজার টাকা পান হোসেন। কিন্তু জসিম সেই টাকা পরিশোধ করেননি।

আরও পড়ুন