ফ্রিজ কিনবেন? কেমন বাজেট রাখবেন

ছবি: সংগৃহীত

বর্তমানে রেফ্রিজারেটর বা ফ্রিজ ছাড়া জীবনযাপন অসম্ভবই বলা চলে। অনেকের ঘরেই রয়েছে এই প্রয়োজনীয় পণ্যটি। কারও ঘরে রয়েছে একের অধিক। অনেকেই বাসায় নতুন ফ্রিজ আনার ব্যাপারে ভাবছেন। কিন্তু বুঝে উঠতে পারছেন না, কোন ব্র্যান্ডের ফ্রিজ কিনবেন। নির্ধারিত বাজেটের সঙ্গে পণ্যটি দীর্ঘমেয়াদি হবে কি না, ভাবনায় থাকে সেটাও। এ ক্ষেত্রে একটু দিকনির্দেশনা ভালো মানের ফ্রিজ কিনতে সহায়তা করবে। জেনে নিন দেশের বাজারে থাকা বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজের দরদাম। তবে কিছু কিছু ক্ষেত্রে দামের তারতম্য হতে পারে।

সিঙ্গার

বাহারি ডিজাইন, আকার ও বিভিন্ন দামের সিঙ্গার ফ্রিজ রয়েছে। সিঙ্গার সারা বছরই ক্রেতাদের জন্য বিশেষ অফার দিয়ে থাকে। বর্তমানে সিঙ্গার ফ্রিজ ক্রয়ে চলছে মূল্যছাড় অফার। সিঙ্গারের ২৬০ লিটারের ফ্রিজ ৪৬ হাজার ৯৯০ টাকা, ২৩১ লিটার ৪১ হাজার ৯৯০ টাকা, ১৮৪ লিটার ৩৭ হাজার ৯৯০ টাকা, ৩৭৫ লিটার ৮৪ হাজার ৯৯০ টাকা, ৩৪০ লিটার ৭৯ হাজার ৯৯০ টাকা, ৫২৯ লিটার ১ লাখ ১৪ হাজার ৯৯০ টাকা ও ২০০ লিটার ৩৪ হাজার ৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর ১৭০ লিটারের ডিপ ফ্রিজের দাম ৩৩ হাজার ৯৯০ টাকা এবং ১১৫ লিটারের দাম ২৫ হাজার ৯৯০ টাকা।

কনকা

কনকা হলো ইলেক্টো মার্টের বাজারজাতকৃত ব্র্যান্ড। এই ব্র্যান্ডের ১৬৫ লিটার ফ্রিজের দাম ৩১ হাজার ২৮৫ টাকা, ১৮০ লিটার ৩২ হাজার ২৭০ টাকা, ১৯০ লিটার ৩৫ হাজার ৮৬০ টাকা, ২০০ লিটার ৩৫ হাজার ৬৪৫ টাকা, ২৩০ লিটার ৩৯ হাজার ৮৭৫ টাকা, ২৪০ লিটার ৩৮ হাজার ৫৩৫ টাকা, ২৭০ লিটার ৪৭ হাজার ৪৭০ টাকা, ২৮২ লিটার ৪২ হাজার ৪৬০ টাকা এবং ৩১৫ লিটারের দাম ৪৫ হাজার ৬১০ টাকা।

ওয়ালটন

দেশি পণ্যের দিকে ঝুঁকছেন অনেকেই। মান ও দামের বিবেচনায় ওয়ালটন ফ্রিজ তাই আছে পছন্দের তালিকায়। ওয়ালটনের ৩৮০ লিটার ফ্রিজের দাম ৫১ হাজার ৬৯০ টাকা, ৩৫৮ লিটার ৪৯ হাজার ৯৯০ টাকা, ৩৪৮ লিটার ৪৮ হাজার ৬৯০ টাকা, ৩৩৩ লিটার ৪৭ হাজার ৯৯০ টাকা, ৩৪৮ লিটার ৫০ হাজার ৬৯০ টাকা, ৩৩৭ লিটার ৪৫ হাজার ৪৯০ টাকা, ৩০৭ লিটার ৪৭ হাজার ৯৯০ হাজার টাকা, ৩০৭ লিটার ৪৪ হাজার ৯৯০ টাকা, ২৮২ লিটার ৪১ হাজার ৪৯০ টাকা, ২৬৮ লিটার ৪৪ হাজার ৯৯০ টাকা, ২০৫ লিটার ৩৫ হাজার ৯৯০ টাকা, ২১৩ লিটার ৩৩ হাজার টাকা, ১৯৩ লিটার ২৭  হাজার ৪৯০ টাকা এবং ১৯৩ লিটারের দাম ২৬ হাজার ২৯০ টাকা।

ভিশন

প্রাণ-আরএফএল গ্রুপের ভিশন ফ্রিজ কিনলেই রয়েছে ছাড়। মূল্যছাড়ে ভিশনের ২২৯ লিটার ফ্রিজের দাম ২৯ হাজার ৭০০ টাকা, ১৫০ লিটার ২৬ হাজার ৮২০ টাকা, ১৬০ লিটার ২৭ হাজার ৭২০ টাকা এবং ১৮৫ লিটার ৩২ হাজার ৯৪০ টাকা। আর ২৫০ লিটারের ডিপ ফ্রিজের দাম ৩৪ হাজার ৮৩০ টাকা, ১৫০ লিটার ২৬ হাজার ৯১০ টাকা, ৩৫০ লিটার ৪০ হাজার ৪১০ টাকা, ২৩৮ লিটার ৩৬ হাজার ৩৬০ টাকা এবং ১৪২ লিটারের দাম ২৮ হাজার ৫০০ টাকা।

সনি-স্মার্ট

স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড বাজারজাত করছে স্মার্ট ব্র্যান্ডের রেফ্রিজারেটর। তাদের পণ্যে চলছে নির্দিষ্ট পরিমাণ ছাড়। এর মধ্যে ৩০৫ লিটারের ফ্রিজের দাম ৪২ হাজার ৬৭৫ টাকা, ২৩৮ লিটার ৩৫ হাজার ৬২৫ টাকা, ২৪০ লিটার ৩৫ হাজার ৬২৫ টাকা, ২১৬ লিটার ৩৪ হাজার ৪২৫ টাকা, ২৫০ লিটার ৩৪ হাজার ৪২৫ টাকা, ২১৭ লিটার ৩৪ হাজার ৪২৫ টাকা এবং ১৫০ লিটারের দাম ২৭ হাজার ৬৭৫ টাকা।

যমুনা

বর্তমানে মূল্য ছাড়ে পাওয়া যাচ্ছে যমুনা ব্র্যান্ডের ফ্রিজ। এর মধ্যে ৩০০ লিটারের ডিপ ফ্রিজের দাম ৩৮ হাজার ৯৭০ টাকা, একই পরিমাণের অন্য মডেলের দাম ৩৮ হাজার ৭০ টাকা। ২২০ লিটারের দাম ৩১ হাজার ৭৭০ টাকা, একই পরিমাণের অন্য মডেলের দাম ৩৩ হাজার ৫৭০ টাকা। ১৫০ লিটারের দাম ২৭ হাজার ১৬২ টাকা, একই পরিমাণের অন্য মডেলের দাম ২৫ হাজার ৬৩২ টাকা এবং ১৮০ লিটারের একটি মডেলের দাম ২৭ হাজার ৭২০ টাকা, একই পরিমাণের অন্য আরেকটি মডেলের দাম ২৯ হাজার ৯৭০ টাকা।

ট্রান্সকম ডিজিটাল

ট্রান্সকম ডিজিটাল বেশ কিছু ব্র্যান্ডের ফ্রিজ বাজারজাত করছে। সেগুলোর মধ্যে রয়েছে ট্রান্সটেক, হিটাচি, সনি ইত্যাদি। বর্তমানে প্রতিষ্ঠানটি থেকে ফ্রিজ কিনলেই রয়েছে নানারকম ছাড়। এর মধ্যে ট্রান্সটেকের ২৬২ লিটারের ডিপ ফ্রিজের দাম ৩৯ হাজার ৯০০ টাকা, ১৪৫ লিটার ৩২ হাজার টাকা, ৩১২ লিটার ৪৪ হাজার ৯০০ টাকা, ২৫৫ লিটার ৪২ হাজার ৩০০ টাকা, ২৭৮ লিটার ৪০ হাজার ৯৪১ টাকা এবং ১৬২ লিটার ৩১ হাজার ৯০০ টাকা।  

বাটারফ্লাই

বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ বাজারজাত করছে বাটারফ্লাই। তার মধ্যে এলজির ৬৯৪ লিটারের ফ্রিজের দাম ৩ লাখ ৩ হাজার ৯০০ টাকা, ৪৭১ লিটার ১ লাখ ৯০০ টাকা এবং ২৬০ লিটার ৫৪ হাজার ৯০০ টাকা। ইকো প্লাসের ৬৩০ লিটারের দাম ১ লাখ ২৯ হাজার ৯০১ টাকা, ৫৬৬ লিটার ৮৫ হাজার ৯০১ টাকা, ২৬০ লিটার ৪৫ হাজার টাকা এবং ৩২০ লিটার ৪৮ হাজার টাকা। হায়ারের ৫১৬ লিটারের দাম ১ লাখ ২৮ হাজার ৯০০ টাকা, ৪৩৯ লিটার ৮৮ হাজার ৯০০ টাকা, ৩৪০ লিটার ৭৩ হাজার ৯০০ টাকা এবং ৩০৮ লিটারের দাম ৭২ হাজার ৯০০ টাকা।