‘যাত্রী কম’ বলে মহাখালী টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস কম ছাড়ছে

রাজধানীর মহাখালী টার্মিনালের সামনের শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে আজ বুধবার কোথাও এক সারি, কোথাও দুই সারি করে বাস রাখা হয়েছে
ছবি: প্রথম আলো

রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল থেকে আজ বুধবার অন্যান্য দিনের তুলনায় কম যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে। এই টার্মিনাল থেকে সাধারণত বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের কিছু এলাকার যাত্রীবাহী বাস ছাড়ে।

বাস কম ছেড়ে যাওয়ার বিষয়ে পরিবহনমালিক ও চালকেরা বলছেন, আজ রাজধানীতে দেশের বড় দুই দলেরই সমাবেশ রয়েছে। বেশির ভাগ মানুষই সেদিকে ছুটছে। ঢাকার বাইরে যাওয়ার যাত্রী খুবই কম। যাত্রী না পাওয়ায় কম বাস ঢাকা ছেড়ে যাচ্ছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, টার্মিনালের সামনের শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে কোথাও এক সারিতে, কোথাও আবার পাশাপাশি দুই সারিতে বিভিন্ন গন্তব্যের বাস পার্কিং করে রাখা হয়েছে। তেজগাঁও শিল্প এলাকার অভ্যন্তরীণ সড়কেও দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে।

রাজধানীর মহাখালী টার্মিনালের সামনের শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে আজ বুধবার কোথাও এক সারি, কোথাও দুই সারি করে বাস রাখায় সড়কে যানজটের সৃষ্টি হয়
ছবি: প্রথম আলো

মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি তারেক মাহমুদ প্রথম আলোকে বলেন, গাড়ি স্বাভাবিকভাবেই মহাখালী বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। তবে লোকাল সার্ভিস ছেড়ে যাওয়া অনেকটাই নির্ভর করে যাত্রী পাওয়ার ওপর। সকাল থেকে যাত্রী তুলনামূলক কম থাকায় গাড়ি কম ছেড়েছে। গাড়ি কম ছাড়ার কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা নেই।

সড়কে বাস দাঁড় করিয়ে রাখার ফলে মহাখালী টার্মিনালের সামনে প্রচণ্ড যানজট দেখা গেছে। মূল টার্মিনালের ভেতরেও প্রচুর যাত্রীবাহী বাস রাখতে দেখা যায়। বাস কাউন্টারগুলোতেও যাত্রীদের খুব একটা ডাকাডাকি করতে দেখা যায়নি।

টার্মিনালে কথা হয় নেত্রকোনাগামী নেত্র পরিবহনের চালক ইসহাক মিয়ার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, তিনি মাসের ৩০ দিনই ঢাকা-নেত্রকোনা রুটে যাত্রী পরিবহন করেন। অসুস্থ না হলে প্রতিদিনই তাঁর ট্রিপ থাকে। তবে আজ তাঁর গাড়ি সিরিয়ালে নেই। তবে কী কারণে তাঁর গাড়ি সিরিয়াল পাচ্ছে না, তা তিনি জানেন না।

শেরপুরের ঝিনাইগাতি যেতে বাসের অপেক্ষায় মহাখালী টার্মিনালের বাইরে দাঁড়িয়ে ছিলেন যাত্রী আবদুস সাত্তার। তিনি প্রথম আলোকে বলেন, প্রায় আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছেন, কিন্তু ঝিনাইগাতি যাওয়ার বাস পাচ্ছেন না।

শেরপুরের নালিতাবাড়ীগামী সাহা ট্রাভেলসের চালক নজরুল হক প্রথম আলোকে বলেন, ঈদ শেষে মানুষ মাত্র ঢাকায় ফিরল। তাই এখন ঢাকার বাইরে বা বাড়ি যাওয়ার মানুষ খুবই কম। যাত্রী না থাকায় সকাল থেকে কম বাস ছেড়ে যাচ্ছে।

শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ মৃধা প্রথম আলোকে বলেন, আন্তজেলা পরিবহনের মধ্যে যেসব গাড়ি গেটলক সার্ভিস, তাদের ছাড়ার নির্ধারিত সময় রয়েছে। ওই সময় অনুযায়ী বিভিন্ন গেটলক সার্ভিস ছেড়ে যাচ্ছে। আর যেসব লোকাল সার্ভিস রয়েছে, ১০ মিনিট পর পর খালি গাড়ি নিয়েই টার্মিনাল ত্যাগ করছে।

বাস কম ছাড়ার বিষয়ে পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রাজধানীতে অনেক যানজট। যে কারণে মহাখালী থেকে ছেড়ে যাওয়া অনেক বাস এখনো গাজীপুরের দিকে পৌঁছাতে পারেনি। তাই এমনটা মনে হতে পারে।

যানজটের বিষয়ে জানতে চাইলে উত্তরা ট্রাফিক পুলিশের উপকমিশনার (ডিসি) নাবিদ কামাল প্রথম আলোকে বলেন, সকালের দিকে সিএনজি গ্যাস পাম্পে চাপ কম থাকায় আবদুল্লাহপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও যানবাহনের চাপে রাস্তা সরু হয়ে গেছে। তখন গাজীপুর অভিমুখী সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।