ট্রেনে আগুন নাশকতা, তা স্পষ্ট: ডিএমপি

আগুন কয়েকটি বগিতে ছড়িয়ে পড়েছিলছবি: প্রথম আলো

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনাকে নাশকতা বলছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন বলেছেন, পরিকল্পিতভাবে ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে।

শুক্রবার বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসা ট্রেনটিতে আগুন লাগে। এতে ট্রেনের তিনটি কামরা ও পাওয়ার কার পুড়ে গেছে। আগুন নেভানোর পর ট্রেন থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।

ট্রেনের যাত্রীদের আহাজারি
ছবি: প্রথম আলো

ঘটনাস্থল পরিদর্শন করে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কর্মকর্তা মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দেওয়া হয়েছে। যারা সাধারণ মানুষ, নারী ও শিশুর বিরুদ্ধে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

মানুষের স্বাভাবিক জীবনধারা ব্যাহত করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটনা হয়েছে বলে মনে করছেন খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, এটা নাশকতা, তা স্পষ্ট। কোনো মানুষ এ ধরনের সহিংসতা গ্রহণ করতে পারে না।

ট্রেনের পুড়ে যাওয়া একটি বগির ভেতরের দৃশ্য। এখানে যে কিছুক্ষণ আগেও প্রাণের ছোঁয়া ছিল, তা বোঝার উপায় নেই
ছবি: প্রথম আলো

নিহত যাত্রীদের মধ্যে ভারতীয় নাগরিক আছেন কি না, এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, ট্রেনে কতজন যাত্রী ছিলেন, কারা ছিলেন, তা এখনো জানা যায়নি।

নাশকতা রোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে খ. মহিদ উদ্দিন বলেন, ঢাকায় নাশকতার অন্তত ৪০টি চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এর বাইরে নাশকতার অনেক পরিকল্পনাও নস্যাৎ করা হয়েছে।