পল্লবীতে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

আদালতপ্রতীকী ছবি

২০০৭ সালে রাজধানীর পল্লবী এলাকায় ব্যবসায়ী মুনসুর মল্লিক হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে চারজনকে।

ঢাকার বিশেষ জজ আদালত–৩–এর বিচারক মোহাম্মদ আবু তাহের আজ মঙ্গলবার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ওই আদালতের সাঁটলিপিকার মেহেদী হাসান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন জহিরুল হাসান ও আবদুর রহিম। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চারজন হলেন আবদুল করিম, হাতি বাবু, মোফাজ্জেল হোসেন ও সফিউদ্দিন আদনান। আসামিদের মধ্যে হাতি বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা পলাতক।

বাদীপক্ষের আইনজীবী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ব্যবসায়িক বিরোধের জের ধরে ২০০৭  সালের ১২ মে ব্যবসায়ী মুনসুর মল্লিককে গুলি করে হত্যা করা হয়। তখন তাঁর বয়স ছিল ৪০ বছর। এ ঘটনায় করা মামলায় পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচার চলাকালে দুজন আসামি—গনি মাতবর ও আলাউদ্দিন মারা যান।

আইনজীবী মশিউর রহমান আরও বলেন, মুনসুর মল্লিক মিরপুরে কাটা কাপড় ব্যবসায়ী সমিতির নেতা ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মনসুরকে হত্যা করা হয়।