নওগাঁ–২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ–২ আসনে ভোট গ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
আজ সোমবার এ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোট গ্রহণ করা হয় গত রোববার। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ–২ আসনের ভোট গ্রহণ আগেই বাতিল করা হয়েছিল।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তবে ওই আসনে যাঁরা ইতিমধ্যে বৈধ প্রার্থী আছেন, তাঁদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জানুয়ারি।
ময়মনসিংহ-৩ আসনের বাতিল কেন্দ্রে ১৩ জানুয়ারি
এ ছাড়া ময়মনসিংহ–৩ আসনের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে ১৩ জানুয়ারি। গতকাল রোববার ভোট গ্রহণের সময় কেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়েছিল।