রাউজানে বিএনপির পথসভা শেষে ফেরার পথে হামলা, আহত ১০

চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থনে ডাকা পথসভা শেষ করে ফেরার পথে হামলায় আহত হয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ কর্মী। তাঁদের স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাটের মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল পাঁচটা থেকে পথেরহাট বাজারের ভারতেশ্বরী প্লাজা চত্বরে পথসভা করেন সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী নেতা-কর্মীরা। এই পথসভা শেষে করে বাড়ি ফেরার পথে নেতা-কর্মীর ওপর হামলা করে দুর্বৃত্তরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে যাঁরা চিকিৎসা নিয়েছেন, তাঁরা হলেন নুরুল আমিন (৪৬), মুহাম্মদ বাবু (৩৬), মুহাম্মদ ইমরান (৩০), মুহাম্মদ হোসেন (১৯), মুহাম্মদ ফাহিম (২২), মুহাম্মদ আরাফাত (২০), শাহেদ আলী (১৯), মুহাম্মদ আরিফ (১৯) ও মুহাম্মদ সায়মন (২৩)। মুহাম্মদ মামুন (৪৬) নামের বিএনপির এক কর্মীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পথসভা শেষে হামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ প্রথম আলোকে বলেন, তাঁদের পথসভা শেষ হওয়ার পর কাপ্তাই সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন কিছু নেতা-কর্মী। পথসভার জায়গা থেকে আধা কিলোমিটার দূরে গেলে তাঁদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। তবে এ হামলায় কারা জড়িত, সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন আজ রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, ‘হামলা ও মারামারি খবর পেয়েছি। তবে কেউ থানায় এসে অভিযোগ দেয়নি। ভুক্তভোগীদের কেউ ফোনেও ঘটনা জানায়নি।’

হামলার আগে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ, উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল ইসলাম, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান, নুর আলম, মোজাহের ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল খান, উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তসলিম উদ্দিন, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি জানে আলম, আলী সুমন প্রমুখ।